ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দূরত্ব কমাতে ইফতার মাহফিলের আয়োজন রাজনৈতিক দলগুলোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৯
দূরত্ব কমাতে ইফতার মাহফিলের আয়োজন রাজনৈতিক দলগুলোর

চট্টগ্রাম: সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করতে দলীয় নির্দেশনা পাওয়ার পর প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এজন্য ইফতার মাহফিলের মাধ্যমে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

পাশাপাশি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও নেতা-কর্মীদের চাঙ্গা করতে হাঁটছেন ইফতার মাহফিল আয়োজনের পথে।

জানা গেছে, নগর আওয়ামী লীগের উদ্যোগে ১৮ মে (শনিবার) কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান জানান, ইফতার মাহফিলে নগরের ১৬টি থানা ও ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের প্রায় দেড় হাজার নেতাকর্মী যোগ দেবেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ২০ মে (সোমবার) লাভলেইন স্মরণিকা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উত্তর জেলা আওয়ামী লীগকে উজ্জীবিত করতে এ ইফতার মাহফিলের আয়োজন বলে জানান সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।  

দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগেও ইফতার মাহফিলের আয়োজন নিয়ে আলোচনা চলছে বলে জানান সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ৩০ মে (বৃহস্পতিবার)। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা  বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, পাঁচলাইশের ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে নগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে যোগ দেবেন নগরের ১৫টি থানা ও ৪১টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার নেতা-কর্মী।

এছাড়া কালামিয়া বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ইফতার মাহফিল আয়োজনের চেষ্টা চালাচ্ছে উত্তর জেলা বিএনপি।

নগরের কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২০ মে (সোমবার) ইফতার মাহফিল করছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। জাতীয় পার্টির পক্ষ থেকেও চলছে ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad