ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, আহত ৫ চমেক হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায়  শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মো. রুবেল (২৭) নামে এক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

বুধবার (১৫ মে) সকালে প্রিমিয়াম ট্রেড করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল ফেনী জেলার দেওয়ানগঞ্জ কাজীরপুর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), সোহেল (২৪), মামুন (৩৬) ও মো. কামরুল (২৮)।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পাশা বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ কাটার সময় আগুন লেগে ৬ জন আহত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad