bangla news

সিএমপির দোয়া ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৪ ১০:৫০:১৭ পিএম
বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএমপি কমিশনার।

সিএমপির দোয়া ও ইফতার মাহফিলমাহফিলে দোয়া করেন ইসলামিক স্কলার ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।  

ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পতেঙ্গার সংসদ সদস্য এমএ লতিফ, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পুলিশের ঊধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-14 22:50:17