ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে চিকিৎসকের দুর্নীতি তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বাঁশখালীতে চিকিৎসকের দুর্নীতি তদন্তে কমিটি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সিভিল সার্জন অফিস।

মঙ্গলবার (১৪ মে) গঠিত তদন্ত কমিটিতে ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মো. তৈয়ব আলীকে প্রধান ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াজেদ চৌধুরী এবং প্রধান সহকারি শাহিদুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, স্থানীয় এক ব্যক্তির অভিযোগে প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটিকে দশ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডা. তৌহিদুল আনোয়ার বাংলানিউজকে বলেন, এ বিষয় কেউ কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।