ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, মে ১৪, ২০১৯
অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: নগরের সদরঘাট এলাকা থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) তাদের গ্রেফতার করা হয় বলে জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন।

গ্রেফতার দুইজন হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার আবদুল মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৩৩) ও চাঁদপুর জেলার কচুয়া এলাকার নুর ইসলামের ছেলে মো. শরীফ।

পুলিশ কর্মকর্তা রুহুল আমীন জানান, এ চক্রের সদস্যরা মাঝিরঘাটের কর্ণফুলী শিপ বিল্ডার্স এলাকায় একটি অবৈধ স্ট্যান্ড তৈরি করেন। সেখানে তাদের নিজেদের চালক ছাড়া অন্য কাউকে সিএনজি অটোরিকশা রাখতে দেন না তারা।

রোববার (১২ মে) দুপুরে স্ট্যান্ড থেকে অটোরিকশা চুরি হয় একটি সিএনজি অটোরিকশা। অটোরিকশা না পেয়ে চালক জাকির হোসেন তার মালিক মাসুদ আলমকে জানান। পরে এক ব্যক্তি অটোরিকশা ফেরত পেতে মাসুদকে ফোন করে এক লাখ দাবি করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। প্রথমে শরীফকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতেই কর্ণফুলী এলাকা থেকে জসিমকে গ্রেফতার করা হয়।

চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলে জানান রুহুল আমীন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।