ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় পুলিশ আহত, ৩ জনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৯
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় পুলিশ আহত, ৩ জনের জেল ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় পুলিশ আহত

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ছয়জনকে আটক করেছে। এর মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে নগরের বায়েজিদের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন: সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান, নায়েক নাছির, কনস্টেবল কায়েস ও রাজ্জাক।

ঘটনাস্থল থেকে আটক তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন রাব্বি (২০), জাহাঙ্গীর (৪০) ও লিটন (২৫)।

থানায় আটক রয়েছেন আবুল হাসেম, সাগর ও সুমন নামে আরও তিনজন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে জানান, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সন্ত্রাসীরা উচ্ছেদে বাধা দেয়। পরে তারা হামলাও চালায়। এ সময় এএসআই মুজিবুরসহ চার পুলিশ সদস্য আহত হন।

প্রিটন সরকার জানান, হামলার ঘটনার পর পুলিশ ছয়জনকে আটক করেছে। এর মধ্যে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর তিনজন থানায় আটক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।