ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ মেনে নেয়া হবে না: ডিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ মেনে নেয়া হবে না: ডিসি বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ মেনে নেয়া হবে না। সরকার এ ব্যাপারে হার্ডলাইনে রয়েছে। ২৫ মে’র আগে প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

সোমবার (১৩ মে) আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ন্যায্য পাওনার দাবিতে শ্রমিকরা যাতে আন্দোলনের নামে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সে ব্যাপারে কর্তৃপক্ষকে আন্তরিক থাকতে হবে। শিল্প পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা শ্রমিক অসন্তোষের বিষয় নজরে রাখবে।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. মোজাফফর আহম্মদ, আনসার কমাড্যান্ট মোহাম্মদ সাইফুজ্জামান, বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুল মান্নান, সিএমপির ট্রাফিক বিভাগের এডিসি (বন্দর) অলক বিশ্বাস, ডিজিএফআই’র উপ-পরিচালক মো. আকলাকুল আরেফিন, শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল হাসেম, র‌্যাবের এএসপি কাজী মো. তারেক আজিজ, কোস্ট গার্ড প্রতিনিধি লে. ফাত্তাহ, এনএসআই’র সহকারি পরিচালক এসএম মোরতুজা, বিভাগীয় শ্রম দফতরের সহকারি পরিচালক মো. শফিকুর রহমান, বিজিএইএর সিনিয়র উপ-সচিব মো. করিম উল্লাহ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।