ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আবাসন খাতের মন্দাভাব কাটাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
‘আবাসন খাতের মন্দাভাব কাটাতে হবে’ বক্তব্য দেন রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী

চট্টগ্রাম: আবাসন ব্যবসার মন্দাভাব কাটাতে হবে জানিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রামের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, এ খাতের উন্নতির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সোমবার (১৩ মে) রিহ্যাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আবদুল কৈয়ুম চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম ক্লাব লিমিটেডে এ মাহফিল আয়োজন হয়।

রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান বলেন, আপনার জানেন আবাসন খাত কেমন অবস্থায় আছে। এ অবস্থা থেকে উন্নতি করতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম, রিহ্যাব কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারাসহ আবাসন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।