ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্যারাওয়ে বীজ দিয়ে জিরায় ভেজাল, দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৯
ক্যারাওয়ে বীজ দিয়ে জিরায় ভেজাল, দেড় লাখ টাকা জরিমানা ক্যারাওয়ে বীজ দিয়ে জিরায় ভেজাল। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‌্যাবের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলানিউজকে জানান, ভোজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা সংরক্ষণ আইনে চাক্তাই এলাকার মোল্লা অ্যান্ড কোম্পানির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নিম্নমানের ক্যারাওয়ে বীজ জিরার সঙ্গে মিশিয়ে প্যাকেটিং করার দায়ে কারখানা মালিককে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়।

তিনি বলেন, একই এলাকার সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান হোসেন অ্যান্ড কোম্পানির কারখানায় অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত।

এ সময় নোংরা পরিবেশে তৈরি অনুমোদনহীন পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে দেশি সেমাই প্যাকেটিং এর দায়ে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আলী হাসান।

অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মো. মেহেদী হাসান, বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।