ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ৯, ২০১৯
ছুরিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার ছুরিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা স্টেশন রোড এলাকা থেকে ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) স্টেশন রোডের নতুন স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার তিনজন হলো- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. নাছির (৪০), আনোয়ারা উপজেলার গহিরা এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আলাউদ্দিন (৩২) ও কুমিল্লা জেলার কোতোয়ালী এলাকার মো. খোকন মিয়ার মো. ইমন (১৮)।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তারা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজার এলাকা শপিং করতে আসা লোকজন এবং ট্রেনের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করার চেষ্টা করে বলে জানান মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।