ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩ রুমের কারখানায় ১০ ব্রান্ডের ‘ঘি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ৯, ২০১৯
৩ রুমের কারখানায় ১০ ব্রান্ডের ‘ঘি’ অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন

চট্টগ্রাম: হাটহাজারীর বুড়িশ্চর এলাকায় একটি ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার ভেজাল ঘি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ মে) পরিচালিত এ অভিযানে নেতেৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ৩ রুমের ছোট একটি কারখানায় লাল সার, ডালডা, পামওয়েল, ফ্লেভার, ক্ষতিকর রংসহ নানা উপকরণ দিয়ে ভেজাল ঘি তৈরি করছিলেন কারিগর আব্দুল আওয়াল।

এসব ঘি পাইকারি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাঘা বাড়িসহ ১০টি ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারে সরবরাহ করেন তিনি।

ইউএনও বলেন, কারখানায় অভিযান চালিয়ে অনিল ঘোষ বাঘা বাড়ি ঘি, স্পেশাল গাওয়া ঘি, সুরেষ বাঘা বাড়ি ঘি, জব্বার বাঘা বাড়ি ঘিসহ বিভিন্ন নামি ব্রান্ডের প্রায় ২ লাখ স্টিকার জব্দ করা হয়েছে।

মানব দেহের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে তৈরি প্রায় দেড় হাজার লিটার ভেজাল ঘি জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়েছে।

‘নকল ঘি তৈরি এবং বাজারজাত করার দায়ে আব্দুল আওয়ালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ভেজাল ঘি তৈরি না করার মুচলেকা নেওয়া হয়। ’ যোগ করেন মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।