ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার আহ্বান সুজনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মে ৯, ২০১৯
নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার আহ্বান সুজনের ...

চট্টগ্রাম: সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় রেয়াজউদ্দিন বাজারে গিয়ে ব্যবসায়ীদের এ আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, সরকার রমজান মাসকে জনসাধারনের মাঝে স্বস্তির মাস হিসেবে উপহার দিতে বদ্ধ পরিকর।

এ লক্ষ্যে রমজান মাসের আগেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ব্যবসায়ীরা যাতে  নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য কাজ করছে আইন শৃংখলা বাহিনী।
 জেলা প্রশাসন নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নিকট আহবান জানাচ্ছে। সে লক্ষ্যে প্রতিদিন মোবাইল কোর্টও পরিচালনা করছেন।

তিনি বলেন, সরকারের এতোসব উদ্যোগের পরও কতিপয় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে না। কিছু কিছু ব্যবসায়ীরা ওজনে ক্রেতাদের কম দিয়ে লাভের অংক বাড়াতে চায়। যা ক্রেতাদের জন্য অস্বস্তিকর।

তিনি ক্রেতাদের কষ্ট হয় এ রকম কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।

উপস্থিত ছিলেন রাজনীতিবিদ  মো. ইলিয়াছ, সংগঠনের সদস্য সচিব হোসেন কোম্পানি, মোহাম্মদ সালাউদ্দিন, এজাহারুল হক, হাফেজ মো. ওকার উদ্দিন,  মো.শাহজাহান, জাহেদ আহমদ চৌধুরী, সোলেমান সুমন, শেখ মামুনুর রশীদ, শিশির কান্তি বল, জাহাঙ্গীর আলম, স্বরূপ দত্ত রাজু, আব্দুল জাহেদ মনি, মনিরুল হক মুন্না, মো. তানিম, আশীষ সরকার নয়ন, অনিক চক্রবর্ত্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ৮, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।