ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইম্পেরিয়াল হাসপাতালে থ্যালাসেমিয়া দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ৮, ২০১৯
ইম্পেরিয়াল হাসপাতালে থ্যালাসেমিয়া দিবস পালিত বক্তব্য দেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন

চট্টগ্রাম: নানা আয়োজনে ইম্পেরিয়াল হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (৮ মে)  দিবসটি উপলক্ষে সচেতনতামূলক সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এতে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, দেশে দিন দিন এমন রোগী বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, সচেতনার অভাবে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য দ্রুত মানুষকে সচেতন হতে হবে।

এ রোগের কারণগুলো জেনে সেগুলো মেনে চলতে হবে।

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসেমিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তের ইলেকট্টোফোরেসিস পরীক্ষা’

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের কমিশনিং কনসালটেন্ট এড লি হ্যানসেন, হেমাটোলজি বিভাগের অ্যসোসিয়েট কনসালটেন্ট ডা. সিরাজাম মুনিরা, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহম্মেদ, ডা. মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. সিতারা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।