ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুবাই থেকে চার্জার লাইটে স্বর্ণ আনলো চীনা নাগরিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৯
দুবাই থেকে চার্জার লাইটে স্বর্ণ আনলো চীনা নাগরিক চার্জার লাইটের ভেতর থেকে উদ্ধারকৃত স্বর্ণের বার সহ চীনা নাগরিক রংগুই।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের চার্জার লাইটের ভেতর লুকানো ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

বুধবার (৮ মে) সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জার লাইটের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করেন এয়ারপোর্ট কাস্টম কর্মকর্তারা। তিনি জানান, বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তাদের।

এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডেপুটি কমিশনার।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।