ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দখল করে ঘর তৈরি, ভাঙলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ৭, ২০১৯
সড়ক দখল করে ঘর তৈরি, ভাঙলেন ইউএনও অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার রঙিপাড়া এলাকায় সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, রঙিপাড়ায় সরকারি সড়কের একাংশ দখল করে দীর্ঘদিন ঘর তৈরি করে রেখেছিলেন একাধিক ব্যক্তি।

অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা।

তিনি বলেন, অভিযানে প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।