ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৪টি জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরের জেটিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ৫, ২০১৯
২৪টি জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফাইল ফটো

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ফণী’র কারণে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো পুনরায় জেটিতে আনা হচ্ছে।

রোববার (৫ মে) সকাল আটটা থেকে বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭টি জাহাজ সিসিটি ও এনসিটিতে ভিড়ানো সম্ভব হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ ২৪টি জাহাজ জেটিতে নিয়ে আসার লক্ষ্যে টাগবোট, পাইলট, জনবল ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জিসিবি, সিসিটি, এনসিটির বাইরে বাকি জাহাজ ভিড়ানো হবে রিভারমুরিং ও স্পেশাল জেটিতে।

সূত্র জানায়, জিসিবি ৮, ৯, ১০, ১১, ১৩ এবং এনসিটি ২ ও ৫ নম্বর বার্থে (জেটি) কনটেইনারবাহী জাহাজ ভিড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম বাংলানিউজকে জানান, ২৪টি জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আনার লক্ষ্যে কাজ চলছে।

বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন তানভীর হোসাইন বাংলানিউজকে জানান, রোববার (৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার নামানোর কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।