ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে শুলকবহর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ৫, ২০১৯
সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে শুলকবহর সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ, শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতির সভাপতি গোলাম মনসুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাজান, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি আবদুর রশীদ লোকমান, সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা সাহাজান সূফি, সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মো. আইয়ুব, মোহাম্মদ সোহরাওয়ার্দী, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সম্রাট, সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম টিটু, অর্থ সম্পাদক হাজী আরমান সুফি, সদস্য রাজিবুল ইসলাম হিরা, আবু তাহের, মোহাম্মদ হোসেন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম আকাশ, মোহাম্মদ বকতিয়ার, আইয়ুব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।