ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, রোগীর ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৯
বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, রোগীর ভোগান্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে লাইনে গাছ পড়ে শনিবার (৪ মে) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। এর ফলে রোগী ও চিকিৎসকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

হাসপাতালে দায়িত্বরত গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি) কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিউক্লিয়ার মেডিসিন ভবনের পাশে বৈদ্যুতিক লাইনে গাছ পড়ে সাতটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটি বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

এখন কাজির দেউড়ি এলাকায় লাইনে গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক জানান, সকাল ৯টার দিকে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।

ওই সময়ে রোগীদের চিকিৎসা দিতে অনেক বেগ পেতে হয়েছে। মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  

হাসপাতালে সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালের সব লিফট বন্ধ রয়েছে। অসুস্থ রোগীদের ট্রলিতে করে সিঁড়ি বেয়ে ওপর তলায় ওঠানো হচ্ছে।  

হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছ বিদ্যুৎ সরবরাহ। তবে জেনারেটর দিয়ে চালু রয়েছে জরুরি সেবা। পাশাপাশি দ্রুত লাইন চালুর কাজ চলছে।

তবে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ  সময়: ১৭৫৫, ঘণ্টা, আপডেট সময়: ২১০০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।