ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নকল ‘ট্যাং’ তৈরির কারখানায় পুলিশের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, মে ৩, ২০১৯
নকল ‘ট্যাং’ তৈরির কারখানায় পুলিশের হানা নকল ‘ট্যাং’ তৈরির কারখানায় পুলিশের হানা

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় নকল ‘ট্যাং’ (Tang) তৈরির কারখানায় অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় নকল ট্যাং তৈরির মেশিনসহ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে রাজাখালী এলাকার আলিফ টাওয়ার ও এসআলম বিল্ডিংয়ের ২য় তলায় নকল কারখানার সন্ধান পান গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

দুই কারখানা থেকে নকল ‘ট্যাং’ তৈরির মেশিন, সরঞ্জাম ও বিপুল উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

তবে কারখানার মালিককে আটক করতে পারেনি পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাজাখালী এলাকার আলিফ টাওয়ার ও এসআলম বিল্ডিংয়ের ২য় তলায় অভিযান চালানো হয়।

সেখান থেকে নকল ট্যাং তৈরির মেশিন, সরঞ্জাম ও বিপুল উপকরণ উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. বদরুল আলম (২৯) এসব নকল কারখানা পরিচালনা করেন বলে তথ্য দেন পরিদর্শক মো. ইলিয়াছ খান।

তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad