ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রী চান সব মানুষের কল্যাণ: বিপ্লব বড়ুয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ১, ২০১৯
প্রধানমন্ত্রী চান সব মানুষের কল্যাণ: বিপ্লব বড়ুয়া বক্তব্য দেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দেশের সব মানুষের কল্যাণের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে দেশে। গণমাধ্যম জাতিকে পরিবর্তনে বড় ভূমিকা রাখছে।

বুধবার (০১ মে) নগরের জামালখানের সিনিয়রস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিনিয়রস ক্লাবের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী।

বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম আমার হোম সিটি। চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু টানেল, কক্সবাজার পর্যন্ত রেললাইন হচ্ছে। মেরিন ড্রাইভের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি সুষম উন্নয়নে বিশ্বাস করেন।

তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার চেয়ে বেশি উপকৃত হচ্ছে। ঢাকায় উন্নয়নের জায়গা নেই। চট্টগ্রামে যথেষ্ট সুযোগ আছে। শেখ হাসিনা জাতির সামনে ভিশন দিয়েছেন। আমাদের কাজ তাকে সহযোগিতা করা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন,সাংবাদিকদের মধ্যে যারা চিকিৎসাসেবা পাচ্ছেন না তাদের সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান বিপ্লব বড়ুয়া।

আশরাফুল আলম খোকন বলেন, মিডিয়া ক্রান্তিকাল অতিক্রম করছে। এর অনেক কারণ আছে। মিডিয়ার সংখ্যা বেশি তাই নয়। বিজ্ঞাপনে ভাগ বসিয়েছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল।

প্রধানমন্ত্রীর উন্নয়ন চেষ্টা দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।