ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ইয়াবা গডফাদার’ সাইফুলের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
‘ইয়াবা গডফাদার’ সাইফুলের বিরুদ্ধে দুদকের মামলা ‘ইয়াবা গডফাদার’ সাইফুলের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ‘ইয়াবা গডফাদার’ সাইফুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

সাইফুল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

তিনি টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার ডা. হানিফের ছেলে।

মামলার এজাহারে সাইফুল করিমের বিরুদ্ধে ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাইফুল করিমের অবৈধ সম্পত্তি জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলে জানা গেছে।

ডবলমুরিং খানার পরিদর্শক (তদন্ত) বাংলানিউজকে বলেন, 'দুদক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ  অর্জনের অভিযোগে একজনের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো। '

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।