ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, এপ্রিল ৩০, ২০১৯
রাঙ্গুনিয়ায় দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মো. নূর নবীর স্ত্রী ডেইজি আকতার (২৮), মেয়ে ইভা আকতার (৬) ও ইসরাত নূরকে (১০ মাস) বিষপান করান।

এরপর নিজেও বিষপান করেন। তিনজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের কারণে বিষপানে দুই মেয়েসহ মা আত্মহত্যা করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডেইজি আকতারের স্বামী মো. নূরনবী ওরফে বাহাদুর মুদি দোকানি।

তিনি জানান, স্থানীয় লোকজন প্রথমে তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।