ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আসামির ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আসামির ২ দিনের রিমান্ড

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশে প্রতিবন্দী এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি মো. হানিফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, আসামি মো. হানিফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম।

আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৫ এপ্রিল পাঁচলাইশ থানার চৌধুরীবিল এলাকায় প্রতিবন্দী ওই নারী গণধর্ষণের শিকার হন।

পরে ১৬ এপ্রিল এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।