ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জব্বারের বলী খেলায় প্রথম রাউন্ডে জয়ী হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জব্বারের বলী খেলায় প্রথম রাউন্ডে জয়ী হলেন যারা জব্বারের বলী খেলায় অংশ নেন প্রতিযোগিরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: জব্বারের বলী খেলায় প্রথম রাউন্ডে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে জয়ী হন বাঁশখালীর সরোয়ার, শহীদুল আলম, পশ্চিম মাদারবাড়ির মো. সবুজ, স্টেশন রোডের আল আমিন, নালাপাড়ার দশম শ্রেণির ছাত্র মো. ইব্রাহিম, বাঁশখালীর খোরশেদুল আলম, সাব এরিয়ার মো. রাজিব, রাঙামাটির রুবেল হোসেন, পটিয়ার রাজু শীল, মহেশখালীর নেছার, ফিরিঙ্গিবাজারের নান্টু দাশ, রাঙ্গুনিয়ার সিএনজি অটোরিকশাচালক মো. ইলিয়াস, এনায়েত বাজারের মো. ফয়সাল, রাউজানের মৃদুল দে, ফটিকছড়ির রিয়াজ উদ্দিন, শিবু শীল, মহেশখালীর সিরাজুল মোস্তফা, পতেঙ্গার খাজা আহমদ বলী, হাটহাজারীর মো. মফিজ, কুতুবদিয়ার মো. জিসান, বোয়ালখালীর মো. কাউসার, ফিরিঙ্গিবাজারের মো. যুবরাজ, পাঁচলাইশের মো. ইব্রাহিম, ফটিকছড়ির মো. নূর উদ্দিন, বঙ্গবাড়ী টেকপাড়ার রাজন দাশ, মহেশখালীর সৈয়দ নূর, চাক্তাইয়ের আবু হানিফ বাপ্পি, নিমতলার কামরান মুর্শেদ খান, কুমিল্লার মো. আলম, পটিয়ার মিনহাজুল আবেদন, ফিরিঙ্গিবাজারের ছোটন দাশ।

এরপর শুরু হয় চ্যালেঞ্জিং রাউন্ডের খেলা।

 চ্যালেঞ্জিং রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালে গেছেন জীবন, কাঞ্চন, বজল, মো. হোসেন, কালাম, সাহাবউদ্দিন, কালু এবং শাহজালাল।

এদের মধ্যে সেমি ফাইনালের টিকিট পেয়েছেন কুমিল্লার শাহজালাল, মহেশখালীর সাহাবউদ্দিন, মো. হোসেন, চকরিয়ার জীবন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।