ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ৪ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
রাঙ্গুনিয়ায় ৪ শ্রমিক নিহত নিহত শ্রমিকরা।

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইটভাটার ৪ শ্রমিক। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাঠবোঝাই একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর-গাবতল সড়কের পাশে টিনশেড ঘরে ঢুকে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৪ শ্রমিক মারা যান।

নিহতরা হলেন- মো. জাফর (৩৫), মো. রিয়াদ (১৮), মো. নাজিম (২২) এবং মো. মুনাফ (৫২)।

নিহত শ্রমিকদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বলে জানা গেছে।

তাদের মরদেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহত মো. বেচু (১৫), মো. নাজিম উদ্দিন (১২) এবং মো. সিদ্দিক (৩০) কে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে মো. বেচু গুরুতর আহত হলেও অন্যদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ- সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার মো. সোহেল বাংলানিউজকে জানান, রাঙামাটি থেকে কাঠবোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জিপটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।