ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কল্পনা কমোডিটিস কোম্পানিকে ৬ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
কল্পনা কমোডিটিস কোম্পানিকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম:  নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন বিসিক শিল্প নগরে জগদীশ ঘোষের কল্পনা কমোডিটিস কোম্পানিকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, কল্পনা কমোডিটিস কোম্পানিকে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার অনুপযোগী পণ্য উৎপাদন ও বাজারজাত করায় নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার আইনে ৬ লাখ টাকা, সিটি করপোরেশন আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মজুদ করা নিম্নমানের পাম অয়েল সদৃশ ২০০ কার্টুন পণ্য ধ্বংস করা হয়।  

একই অভিযানে সড়কের ওপর নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় সাজিনাজ অ্যান্ড জিন্স লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।