ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্টের বক্তব্য দেন কমিশনার মো. মোজাম্মেল হক খান

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতি যারা করে তারা পরিবারের জন্য অশান্তি ডেকে আনে। ঘুষ দুর্নীতির টাকা সংসারে আসলে সংসারে শান্তি থাকে না। কারণ দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্টের।

বুধবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, দুদকের মামলা ক্যান্সারের মত।

সহজে ছাড়ে না। তবে আমাদের উদ্দেশ্য কাউকে বিপদে ফেলা নয়।
দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে অনিয়ম, দুর্নীতি দূর করতে হবে। কারণ আমরা এ দেশকে ভালোবাসি।

দুদকের বিভাগীয় পরিচালক মো. আবদুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, নগর দুর্নীতি দমন কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad