ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শেক্সপিয়র ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শেক্সপিয়র ফেস্টিভ্যাল ....

চট্টগ্রাম: উইলিয়াম শেক্সপিয়রের ৪৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘শেক্সপিয়র ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফেস্টিভলে প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন বলেন, শেক্সপিয়র শুধু সাহিত্যিকের পাশাপাশি মানবতাবাদী মানুষ ছিলেন।

ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এম হারুনুর রশিদ, সিআইইউর এসএলএএসএসের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের গোলাম সারওয়ার চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন প্রমুখ।

সেমিনার শেষে হ্যামলেট, ওথেলো ও এস ইউ লাইক ইট নাটক প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।