ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গবেষকদের সহযোগিতা করতে হবে: মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
গবেষকদের সহযোগিতা করতে হবে: মেয়র সংগৃহীত ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যারা গবেষণা করেন, তাদের গবেষণার ফলাফল জাতির জন্য মঙ্গল বয়ে আনে। এজন্য গবেষকদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে চিকিৎসা শিক্ষা ও গবেষণায় মনযোগী করতে উদ্যোগী হতে হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘মুভমেন্ট ডিজ অর্ডার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চমেক শিক্ষক সমিতির ও মুভমেন্ট ডি অর্ডার সোসাইটি অব  বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, মুভমেন্ট ডিজ অর্ডার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব সেলিম, চমেক শিক্ষক সমিতির সহ সভাপতি ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, ডা. হাসানুজ্জামান, ডা. নোমান খালেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad