ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: শ্রীলংকায় দফায় দফায় বোমা হামলার পর দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) শ্রীলংকায় হামলার পর থেকে নগরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এছাড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টহল পুলিশ।

সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি নিয়মিত খোঁজ খবর রাখছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও।

ছবি: উজ্জ্বল ধরচট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর মোরশেদ বলেন, চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছে। টহল পুলিশও কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad