ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কবি জেমস বার্ন ও শেহজার দোজাকে নিয়ে কবিতাসন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
কবি জেমস বার্ন ও শেহজার দোজাকে নিয়ে কবিতাসন্ধ্যা কবিতা শোনান ব্রিটিশ কবি, অধ্যাপক ও অনুবাদক ড. জেমস বার্ন

চট্টগ্রাম: রোহিঙ্গা কবিদের কবিতা নিয়ে প্রকাশিতব্য সংকলনের কাজে চট্টগ্রামে আসা ব্রিটিশ কবি, অধ্যাপক ও অনুবাদক ড. জেমস বার্ন এবং বিলেতপ্রবাসী বাংলাদেশি কবি শেহজার দোজাকে নিয়ে অনন্য কবিতাসন্ধ্যা হয়ে গেলো চট্টগ্রামে।

শনিবার (২০ এপ্রিল) নগরের অন্যতম প্রধান ও সক্রিয় শিল্পকেন্দ্র ‘বিস্তার’র মেহেদিবাগের পরম্পরা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কবিতাসন্ধ্যাটি।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পড়েন বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বিশিষ্ট রোহিঙ্গাকবি মায়ু আলি।

 

এ ছাড়া দর্শকসারি থেকে আরও দুজন রোহিঙ্গা তরুণকবি রো মেহরুজ ও শাহনাজ আখতারও কবিতা শোনান।

আমন্ত্রিত দুই কবিসহ রোহিঙ্গা কবিরাও ইংরেজিতে লেখা কবিতাই পড়েন প্রধানত।

অবশ্য দর্শকদের অনুরোধে মায়ু আলি ও রো মেহরুজ নিজের মাতৃভাষায় লেখা দু’টি কবিতাও পাঠ করেন।  নিজের কবিতা পড়ার আগে রোহিঙ্গাদের সংকট ও সংগ্রাম বিষয়ে বিশদ বক্তব্য দেন কবি মায়ু আলি।  

পাঠপর্বের পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী, স্থপতি শাহিনুল ইসলাম খান, কবি ও অনুবাদক অধ্যাপক শাফিনুর শাফিন, বিজ্ঞানশিক্ষক ফয়েজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশে সম্ভবত এই প্রথমবারের মতো আয়োজিত এ জাতীয় অনুষ্ঠানে রোহিঙ্গা কবিদের কবিতাপাঠ ও সাহিত্যালোচনা উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিস্তার-কর্ণধার, সাহিত্যিক আলম খোরশেদ।

>> বিশদবাঙলা থেকে বিস্তার, সৃজনশীলতার ঠিকানা

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।