ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়ার প্রস্তুতি চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়ার প্রস্তুতি চলছে

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিবার্ষিক অগ্নিনির্বাপণ মহড়ার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের শেষদিকে এ মহড়া অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানান বিমানবন্দরটির ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই-জামান।  

তিনি বলেন, ইতিমধ্যে মাঝারি আকৃতির একটি ডামি উড়োজাহাজ তৈরি করা হয়েছে।

চলতি মাসের শেষদিকে মহড়া হবে। ডামি উড়োজাহাজটিতে অর্ধশতাধিক যাত্রী থাকবেন।
ল্যান্ড করার সময় হঠাৎ আগুন ধরার মতো পরিবেশ তৈরি করা হবে। এরপর ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী, কাস্টম, সিভিল এভিয়েশন, হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাম্বুল্যান্স, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হবে। এ মহড়ার উদ্দেশ্য হচ্ছে-জরুরি অবস্থায় কোন সংস্থার কী কাজ সে সম্পর্কে সচেতন করা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রতি ল্যান্ডিং গিয়ার অচল থাকাবস্থায় নিরাপদে ফ্লাইট অবতরণ, ছিনতাইকারীর কবলে পড়া বিমানের জরুরি অবতরণসহ নানা ঘটনায় ব্যাপক পরিচিতি পেয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, ‍দুই বছর পর পর বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া করা হয়। এর ফলে অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম সম্পর্কে সবার কর্তব্য সম্পর্কে সজাগ হয়। বড় দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের মহড়ার গুরুত্ব অনস্বীকার্য।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।