ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, এপ্রিল ১৮, ২০১৯
ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার খড়মপাড়া এলাকায় ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন অপর ভাই।

বুধবার (১৭ এপ্রিল) রাতে খড়মপাড়া ওসমান হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাজু (২৮) খড়মপাড়া এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।

হত্যার ঘটনায় অভিযুক্ত মুন্না (২৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহিম বাংলানিউজকে বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাই মুন্নার ছুরিকাঘাতে নিহত হয়েছেন মেঝো ভাই সাজু।

ঘটনার পর থেকে মুন্না পলাতক রয়েছে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, দুই জনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদকের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাজু। বুধবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জেরে রাতে সাজুকে ছুরিকাঘাত করে মুন্না।

সাজুর বুকে উপুর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলে তিনি নিহত হন বলে জানান আবদুর রহিম।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।