ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোটি টাকার কাপড়ের চালান আটক চট্টগ্রাম বন্দরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
কোটি টাকার কাপড়ের চালান আটক চট্টগ্রাম বন্দরে কোটি টাকার কাপড়ের চালান আটক চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম: সিনথেটিক পলিয়েস্টার ঘোষণা দিয়ে ওভেন ফেব্রিক্স নিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (১৭ এপ্রিল) চালানটির ন্যায়নির্ণয়, ফাঁকি দেওয়া রাজস্ব আদায়, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিবেদন পাঠিয়েছে অধিদফতর।

সূত্র জানায়, শুল্ক  গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার লতা ট্রাভেলসের (BIN: 19211096210)  নামে আসা চালানটির (C-556424)  খালাস কার্যক্রম সাময়িক স্থগিত করেন।

চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ এজেন্ট এম শাহিন অ্যান্ড কোং লিমিটেড।    
 

শুল্ক গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য থাকায় চালানটির কায়িক পরীক্ষায় ২৬ হাজার ৫০০ কেজি সিনথেটিক পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের (HS Code 55032000) বদলে পাওয়া যায় সমপরিমাণ ওভেন ফেব্রিক্স অব সিনথেটিক স্ট্যাপল ফাইবারস (HS code 55151900)।

যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৬৬ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা। জরিমানা ছাড়া ফাঁকি দেওয়া শুল্ককর আনুমানিক ৬১ লাখ ৩৫ হাজার ৪১০ টাকা। চালানটির মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৪৪ টাকা।    

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।