ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চলন্ত গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
চলন্ত গাড়িতে আগুন চলন্ত গাড়িতে আগুন। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার লালখানবাজার এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেন ওই গাড়ির চালক ও মালিক।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টমেট্রো চ-১১১৭৫ সিরিয়ালের গাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

চলন্ত গাড়িতে আগুন।                                             <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019April/bg/bg120190417203719.jpg" style="margin-bottom:1px; margin-top:1px; width:100%" />প্রত্যক্ষদর্শীরা জানান, কা্লো রংয়ের ওই গাড়িটি লালখানবাজার মোড় হয়ে আগ্রাবাদ দিকে যাচ্ছিল। লালখানবাজার মোড় ক্রস করার সময় সামনের একটি চাকা পাংচার হয়। পরে একটু গিয়ে গাড়ির নিচে আগুন ধরে যায়। এসময় দ্রুত গাড়ির চালক ও মালিক বের হয়ে যান।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতি তদন্ত সাপেক্ষে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।