ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ষবরণে বর্ণিল আয়োজন ইস্ট ডেল্টায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
বর্ষবরণে বর্ণিল আয়োজন ইস্ট ডেল্টায় ....

চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিবার।

সকাল সাড়ে ৯টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালার। শিক্ষার্থীরা নানান পণ্যের পসরা সাজিয়ে স্টল নিয়ে বসে মেলায়।

এতে ছিলো বিভিন্ন রকমের হস্তশিল্প, পিঠাসহ নানা পদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও কাপড়।

এছাড়া ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা একই মঞ্চে অংশ নিয়েছে নানা কার্যক্রমে।

বিকেল চারটায় ব্যান্ড সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বৈচিত্র্যময়তায় পূর্ণ এ আয়োজন।

কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, মুঘল সম্রাট আকবর বঙ্গাব্দের প্রচলন করেন। বর্ষবরণ মূলত নতুন কিছু শুরুর উৎসব।

প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বিশ্বায়নের এ যুগে নিজেদের মৌলিকত্ব ধরে রাখতে ঐতিহ্যকে আরও নিবিড়ভাবে আকড়ে ধরতে হবে।

উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন, বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad