ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষে চসিকের সারচার্জ মওকুফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষে চসিকের সারচার্জ মওকুফ

চট্টগ্রাম: প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শুরু হচ্ছে হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ। এ সময় হোল্ডিং ট্যাক্সের ওপর সারচার্জ মওকুফ সুবিধা দেওয়া হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১) শাখার নির্দেশনা অনুযায়ী হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদায় পক্ষ চলাকালীন রাজস্ব  সার্কেলের কর কর্মকর্তা, উপ কর কর্মকর্তা, ক্রোকি কর্মকর্তা, উচ্চমান সহকারী, অফিস সহকারী, অফিস সহায়কসহ টিম করে করদাতাদের যাবতীয় সুবিধা দেওয়ার জন্য চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী অফিস আদেশ দিয়েছেন।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের নিচতলায় হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চসিকের ৮টি রাজস্ব সার্কেলে একযোগে এ পক্ষ উদযাপন করা হবে।

সার্কেলগুলোর কার্যালয় রয়েছে ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা, বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন তৃতীয় তলা, কোতোয়ালী থানার জেল রোডের আনসার ক্লাব, স্টেশন রোডের সিটি শপিং কমপ্লেক্সের চতুর্থ তলা, দামপাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশের ভবনের দ্বিতীয় তলা, পাহাড়তলী অলংকার মোড়ের আব্দুল আলী আর্কেডের তৃতীয় তলা, আগ্রাবাদ এক্সেস রোডের বেপারি পাড়ার মোড়ের সিটি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলা ও দেওয়ানহাটের সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়।

হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ চলাকালীন চসিকের হোল্ডিং মালিকদের নিজ নিজ ওয়ার্ডের আওতাধীন রাজস্ব সার্কেলে সারচার্জ ছাড়া হালনাগাদ পৌরকর পরিশোধের জন্য চসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।