ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অশুভ শক্তির বিরুদ্ধে শপথ নেয়ার দিন পহেলা বৈশাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
অশুভ শক্তির বিরুদ্ধে শপথ নেয়ার দিন পহেলা বৈশাখ শিরিষতলায় বর্ষবরণের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন সিএমপি কমিশনার।

চট্টগ্রাম: সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, পহেলা বৈশাখ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার দিন। যারা দেশকে পেছনে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই, জরাজীর্ণ, অশুভ শক্তি, অমঙ্গল বিতাড়নের লড়াইয়ে জিততে হবে সবাইকে।’

রোববার (১৪ এপ্রিল) দুপুরে নগরের সিআরবি শিরিষতলায় বর্ষবরণের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।

‘পহেলা বৈশাখ নতুন দিন, নতুন বছর, শুধু নতুন একটি সকাল নয়; যারা আমাদেরকে পেছনে নিতে চায় তাদের বিরুদ্ধে লড়াইয়ের দীপ্ত শপথ নেয়ার দিন আজ। আগের বছরের ব্যর্থতাকে পেছনে ফেলে, ভুলগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি এসেছে। আমরা বাংলাদেশের মুক্তবুদ্ধির মানুষ, সচেতন মানুষ। আমরা অপশক্তির অপতৎপরতা মোকাবেলা করেছি। ’

এ সময় সিএমপি কমিশনারের সহধর্মিণী ও সিএমপির পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি মির্জা মাহবুবা মোস্তফা, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।