ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৃত্য-আবৃত্তির ছন্দে সিআরবিতে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
নৃত্য-আবৃত্তির ছন্দে সিআরবিতে বর্ষবরণ সিআরবি শিরিষতলায় বর্ষবরণ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দলীয় নৃত্য, আবৃত্তি, গানের মধ্য দিয়ে চলছে নগরের সিআরবি শিরিষতলায় বর্ষবরণের অনুষ্ঠান। রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ভায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।

নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশ নেয় আনন্দ ধ্বনি, সংগীত ভবন, বোধন আবৃত্তি পরিষদ।

সিআরবিতে বৈশাখী সাজে দর্শনার্থীরা।                     <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019March/bg/n-bg20190414133805.jpg" style="margin:1px; width:100%" />দলীয় পরিবেশনায় অংশ নিচ্ছে- সুন্দরম শিল্পীগোষ্ঠী, চারুতা নৃত্যকলা একাডেমি, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, গুরুকুল, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, প্রমা আবৃত্তি সংগঠন, সংগীতালয়, উদীচী চট্টগ্রাম, নৃত্য নিকেতন, সুর সাধনা সংগীতালয়, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অদিতি সংগীত নিকেতন, আওয়ামী শিল্পী গোষ্ঠী, শব্দ নোঙ্গর, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সৃজামি, স্লোগান সাংস্কৃতিক স্কোয়াড, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সৃজনী ছন্দ সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, নৃত্যনন্দন, অভ্যুদয় ও মনোরমা নৃত্যাঙ্গন।

সিআরবি শিরিষতলায় বর্ষবরণ।                                             <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019March/bg/n-bg520190414133956.jpg" style="margin:1px; width:100%" />নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী বাংলানিউজকে বলেন, দলীয় নৃত্য, আবৃত্তি ও গান পরিবেশনার মধ্য দিয়ে চলছে বর্ষবরণ অনুষ্ঠান।

বর্ষবরণের অনুষ্ঠানমালার মধ্যে দুপুরে রয়েছে ঐতিহ্যবাহী সাহাব উদ্দীনের বলিখেলা। বর্ষবরণকে কেন্দ্র করে সিআরবিতে বসানো হয়েছে নাগরদোলা।

সিআরবি শিরিষতলায় বর্ষবরণ।  ছবি: সোহেল সরওয়ারএদিকে সিআরবি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর