ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘নেশার টাকা না পেয়ে’ বাবাকে ছুরিকাঘাতে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
‘নেশার টাকা না পেয়ে’ বাবাকে ছুরিকাঘাতে খুন হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উৎসুক মানুষ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরে ‘নেশার টাকা না পেয়ে’ বাবা রঞ্জন বড়ুয়াকে ছুরিকাঘাতে খুন করেছে ছেলে। পরে ৯৯৯ এ অভিযোগ করা হলে দুই ঘণ্টার পর ছেলে রবিন বড়ুয়া বাবুকে (২৪) আটক করেছে পুলিশ। 

রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরের কোতোয়ালি থানার কাজীর দেউরি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। রঞ্জন চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামনি এলাকার সমীরণ প্রসাদ বড়ুয়ার ছেলে।

 

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ভোর ৫টার দিকে কাজীরদেউরি ২ নম্বর গলিতে ‘নেশার টাকা না পেয়ে’ রঞ্জনকে ছুরিকাঘাতে খুন করেছে তার ছেলে রবিন। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে ব্যাটারি গলি এলাকায় অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।