ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসন্তী পুজোয় বসন্ত উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
বাসন্তী পুজোয় বসন্ত উৎসব শুরু বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

চট্টগ্রাম: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম শাখার উদ্যোগে জেএম সেন হল প্রাঙ্গণে ৪ দিনব্যাপী বাসন্তী পুজোয় বসন্ত উৎসব ও মিলনমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পরিষদের সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ ও মুখ্য আলোচক ছিলেন প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র।

স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। আলোচনায় অংশ নেন প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, বিপুল কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশে বসন্ত উৎসব সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বসন্ত উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানান উপাদানে সজ্জিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন অটুট হবে।

প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র বলেন, চট্টগ্রাম জেলা পূজা পরিষদ আয়োজিত বাসন্তী পুজোয় বসন্ত উৎসব পূজা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করেছে। এ ধারা অব্যাহত থাকলে সম্প্রীতিময় সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।