ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘তৃণমূলের প্রচেষ্ঠায় নৌকার বিজয় সম্ভব হয়েছ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
‘তৃণমূলের প্রচেষ্ঠায় নৌকার বিজয় সম্ভব হয়েছ’ ...

চট্টগ্রাম: তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। ফলে সরকারের চলমান উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করা সম্ভব হবে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনে নৌকার বিজয় সম্ভব।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের মতবিনিময় সভায় সংসদ সদস্য দিদারুল আলম এসব কথা বলেন।

সভায় বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইছাক, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আমম দিলসাদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, আওয়ামীলীগ নেতা ও সহকারী পিপি অ্যাডভোকেট ভবতোষ নাথ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাবউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা আক্তার বিউটি, পৌরসভা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুলফিকার আলী শামীম, শফিউল আলম চৌধুরী মুরাদ, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাতউল্লা মিয়াজী, বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।