ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রে পুনঃভোট ১৭ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে।

এর আগে ২৪ মার্চ নির্বাচনের দিন সংঘর্ষের ঘটনায় পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শেখ ফরিদ বলেন, স্থগিত কেন্দ্রটি দুটিতে ১৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে ২৪ মার্চ ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা হলেও অল্প ভোটের ব্যবধান থাকায় এখনো কেউ চেয়ারম্যান হননি।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রে দুটিতে ৪ হাজার ৪০৯ জন ভোটার রয়েছেন।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী (দোয়াত-কলম)২২ হাজার ২৮১ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী একেএম নাজিম উদ্দীন পেয়েছেন ১৯ হাজার ৬৪৭ ভোট।

দুই কেন্দ্রে ভোটগ্রহণ শেষে উপজেলা চেয়ারম্যান কে হচ্ছে সেটি জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।