ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাণিজ্যমেলা চলবে সোমবার পর্যন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
চট্টগ্রামে বাণিজ্যমেলা চলবে সোমবার পর্যন্ত চট্টগ্রামের বাণিজ্যমেলায় থাই প্যাভেলিয়ন।

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বারের ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (সিআইটিএফ) সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত চলবে। তবে শুক্রবার (১২ এপ্রিল) বিকেল চারটায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে মেলার সমাপনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

সভাপতিত্ব করবেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

অনুষ্ঠানে মেলার সেরা প্যাভিলিয়ন ও স্টলকে অ্যাওয়ার্ড ও সনদ দেওয়া হবে।

চেম্বার সূত্র জানায়, বিপুল সংখ্যক দর্শক ও দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের অনুরোধের প্রেক্ষিতে মেলার মেয়াদ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।