ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দালালের বাড়িতে অভিযান, মিললো বিপুল নথিপত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
দালালের বাড়িতে অভিযান, মিললো বিপুল নথিপত্র দালালের বাড়িতে অভিযান, মিললো বিপুল নথিপত্র। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: হাটহাজারীর চারিয়া এলাকায় অভিযান চালিয়ে শফিউল আজম মুন্সি নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৪৩টি নামজারি নথি, ৫৭টি নামজারি মামলার নথির মূল প্রস্তাব ফর্মসহ বিপুল পরিমাণ নামজারি খতিয়ান, দাখিলা এবং ডিসিআর উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ অভিযানে নেতৃত্ব দেন।

আরও খবর>>
** 
দালাল ধরে পুলিশে দিলেন এসি ল্যান্ড

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ভূমি অফিসের তহশিলদার, অফিস সহকারীদের যোগসাজশে রেকর্ড রুমের গুরত্বপূর্ণ নথি বাড়িতে নিয়ে মানুষকে হয়রানি করতেন আজম মুন্সি।

স্থানীয়দের কাছে ভূমি অফিসের ‘দালাল’ নামেই পরিচিত ছিলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি আজম মুন্সিকে ভূমি অফিসের সামনে থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

কারাভোগ শেষে গা ঢাকা দেন তিনি। তবে রেকর্ড রুমের অনেক গুরুত্বপূর্ণ কাগজ তার বাড়িতেই রয়ে যায়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব কাগজপত্র উদ্ধার করা হয়।

এক প্রশ্নের উত্তরে মো. রুহুল আমিন বলেন, রেকর্ড রুমের প্রতিটি কাগজ সরকারি সম্পদ। এসব কাগজ কার মাধ্যমে কীভাবে আজম মুন্সির হাতে গেলো তা খতিয়ে দেখা হবে। আজম মুন্সিসহ যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।