ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া প্রশ্ন সরবরাহের দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ভুয়া প্রশ্ন সরবরাহের দায়ে আটক ১

চট্টগ্রাম: মুঠোফোনে থাকা এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নসহ এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোররাতে র‌্যাবের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে পটিয়ার উত্তর বাকখাইন এলাকায় অভিযান চালানো হয়।

আটক প্রতারক কাইয়ুম উদ্দিন (১৯) উত্তর বাকখাইন গ্রামের মো. ইউনুসের পুত্র।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, ফেইসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করে আসছে এই প্রতারক। সে বিকাশে টাকা লেনদেন করতো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।