ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ট্রেড লাইসেন্স বিভাগে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
চসিকের ট্রেড লাইসেন্স বিভাগে দুদকের অভিযান চসিকের ট্রেড লাইসেন্স বিভাগে দুদকের অভিযান

চট্টগ্রাম: সরকার নির্ধারিত ফি'র চেয়ে দুই-তিনগুণ বেশি ফি আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।

বুধবার (১০ এপ্রিল) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে আন্দরকিল্লা নগর ভবনের নিচতলা ও স্টেশন রোডের রাজস্ব সার্কেল-৪ কার্যালয়ে অনুসন্ধান চালায় দুদক।

অভিযান শেষে লুৎফুল কবির চন্দন জানান, রাজস্ব বিভাগের প্রধান কার্যালয় ও সার্কেল অফিসের মধ্যে সমন্বয়হীনতা, লাইসেন্সের বইয়ের কৃত্রিম সংকট সৃষ্টি, আবেদন ও বাতিলের নিবন্ধন না রাখা, আবেদনকারীকে প্রাপ্তি স্বীকার রশিদ না দিয়ে নগদ টাকা আদায়, সরকার নির্ধারিত ফি'র দুই-তিনগুণ বেশি আদায়ের সত্যতা পেয়েছি আমরা।

পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তে পরিদর্শকদের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।