ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৯ ঘণ্টা সম্প্রচার হবে বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
৯ ঘণ্টা সম্প্রচার হবে বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান

চট্টগ্রাম: বাংলা নববর্ষের প্রথম দিনে (১৪ এপ্রিল) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে ৬ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হচ্ছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ৯ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সূত্র জানায়, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে ১ ঘণ্টা থেকে বাড়িয়ে অনুষ্ঠান সম্প্রচার দেড় ঘণ্টায় উন্নীত করা হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর স্যাটেলাইটে পরীক্ষামূলকভাবে ৪ ঘণ্টা এবং একই বছরের ৩১ ডিসেম্বর ৬ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ৬ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে এবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ৯ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে। যা পরবর্তীতে ১২ ঘণ্টায় উন্নীত হবে।                                                              

তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রামের (বিভাগ) সংসদ সদস্য, পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিল্পী, কলাকুশলী ও পেশাজীবী নেতারা উপস্থিত থাকবেন।

৯ ঘণ্টা সম্প্রচারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। পহেলা বৈশাখের একদিন আগে তথ্যমন্ত্রী ৯ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি জানান, বর্তমানে স্যাটেলাইটে সম্প্রচার হলেও চট্টগ্রামবাসীর দাবি অনুযায়ী এ কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম আগামীতে টেরিস্টরিয়ালের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।