ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদীতে ভেসে উঠলো ৮ কেজি ওজনের মৃগেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
হালদা নদীতে ভেসে উঠলো ৮ কেজি ওজনের মৃগেল হালদা নদীতে ভেসে উঠা মরা মৃগেল মা মাছ

চট্টগ্রাম: হাটহাজারীর খলিফাঘোনা এলাকায় হালদা নদীর অংশে ভেসে উঠলো ৮ কেজি ওজনের একটি মরা মৃগেল মা মাছ। মাছটি দৈর্ঘ্যে ৩৩ ইঞ্চি।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মাছটি উদ্ধার করেন হালদার গবেষক ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া।

তিনি বাংলানিউজকে বলেন, ইঞ্জিন চালিত বোটের আঘাতের কারণে মা মাছটি রাতের কোনো সময়ে মারা যায়।

পরে সকালে স্থানীয়রা দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।

মনজুরুল কিবরিয়া বলেন, আর দেরি না করে হালদাকে পরিবেশগতভাবে বিপদাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) ঘোষণা করে এটা রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

না হলে একসময় হালদা নদী থেকে সব মাছ বিলুপ্ত হয়ে যাবে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় হালদার অন্তর্ভুক্তির পদক্ষেপগুলোকেও আমাদের এগিয়ে নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad