ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১১ কেজি স্বর্ণসহ মাসকাট থেকে আসা যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, এপ্রিল ৯, ২০১৯
১১ কেজি স্বর্ণসহ মাসকাট থেকে আসা যাত্রী আটক উদ্ধার হওয়া স্বর্ণ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা যাত্রীকে ১১ কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টম কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে দিদারুল আলম নামের ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইটে রাউজানের দিদারুল আলম নামের ওই যাত্রী শাহ আমানত বিমানবন্দরে আসেন। এ সময় গোপন সংবাদ থাকায় কাস্টম কর্মকর্তারা নজরদারি শুরু করেন।

একপর্যায়ে দিদারুল ডিউটি ফ্রি শপে ঢুকে পড়েন। তিনি টেবিলের ওপর দুইটি পোটলা রেখে সরে পড়ার চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়। তার কাছে ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১১ কেজি ২০০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।